ফেনীতে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩০ পিএম, ২২ নভেম্বর ২০১৭

ফেনী প্রতিনিধি:>>>
ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন বুধবার বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, ফেনীর পতিত গডফাদার জয়নাল হাজারীর ক্যাডার আজহারুল হক আরজু ও শাখাওয়াত হোসেন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার জন্য ফেনী জেলা আওয়ামীলীগকে দায়ী করে ১৩ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ২১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। অথচ খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার বিষয়টি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও জেলা আওয়ামীলীগ জাতির কাছে পরিস্কার করেছেন।

 

এছাড়া ঢাকায় সংবাদ সম্মেলনে আরজু ও শাখাওয়াত নিজেদের জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সম্পাদক পরিচয় দেন। প্রকৃত পক্ষে তারা কেউ জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক ছিলেননা। বর্তমানে তাদের সাথে আওয়ামীলীগের কোন সম্পর্ক নাই।তারা বিএনপি জামায়াতের এজেন্ট। সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ২০১৬ সালের ১ নভেম্বর আরজুকে দল থেকে বহিস্কার করা হয়। শান্ত ফেনীকে অশান্ত করার জন্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর ও জয়নাল হাজারীর ইন্ধনে ষড়যন্ত্র করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এড.আক্রামুজ্জামান, সহ সভাপতি এড. হাফেজ আহাম্মদ, এড. প্রিয়রঞ্জন দত্ত, মাষ্টার আলী হায়দার,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃ মোস্তফা, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, জেলা ছাত্রলীগের সভাপতি সালা উদ্দিন ফিরোজ, সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :