ফেনীতে সাড়ে ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৭

ফেনী প্রতিনিধি:>>>
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে ৬০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বিজিবি।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. আবুল বাশার এর নেতৃত্বে মধুগ্রাম বিওপির বিশেষ টহলদল ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা নামক সীমান্ত এলাকায় অভিযান চালায়।

 

বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় ২ হাজার ২০ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক মূল্য ৬০ লাখ ৬০ হাজার টাকা।

 

৪ বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান জানান, আটককৃত মালামাল ফেনী কাষ্টমস্ এ জমা করা হবে।

আপনার মতামত লিখুন :