৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়াল্ড’ স্বীকৃতি || ফেনীতে জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৩ পিএম, ২৫ নভেম্বর ২০১৭

ফেনী প্রতিনিধি:>>>
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়াল্ড’ স্বীকৃতি পাওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করেছে ফেনী জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

 

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, প্রবীণ আইনজীবি এডভোকেট আক্রামুজ্জামান, ফেনী জজ কোর্টের জিপি প্রিয়রঞ্জণ দত্ত, পিপি হাফেজ আহাম্মদ, ফেনী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, জেলা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, ফেনী জেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন সভাপতি করিমুল্লাহ বিকম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন প্রমূখ।

 

শোভাযাত্রায় সরকারী-বেসরকারী ও স্বায়ত্বশাসিত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার প্রতিটি উপজেলা, সরকারী-বেসরকারী দফতর, স্কুল-কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়।

 

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।

 

দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে এই উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামীলীগের নয়, তিনি সকলের। বাঙালির ভৌগলিক ও অর্থনৈতিক মুক্তির জন্য তিনি সংগ্রাম করে গেছেন। ১৯৭১ সালে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণেও তিনি বাঙালির মুক্তির ডাক দিয়েছিলেন। যার যা কিছু আছে শক্রর মোকাবেলা করার আহবান জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু শুধু আওয়ামীলীগের জন্য কাজ করেননি, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, প্রবীণ আইনজীবি এডভোকেট আক্রামুজ্জামান, ফেনী জজ কোর্টের জিপি প্রিয়রঞ্জণ দত্ত, পিপি হাফেজ আহাম্মদ, ফেনী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, জেলা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, ফেনী জেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন সভাপতি করিমুল্লাহ বিকম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন প্রমূখ।

আপনার মতামত লিখুন :