নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৪ এএম, ২৯ নভেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>>

পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কোরবানি ঈদের সময় গরু বিক্রি নিয়ে বুড়িশ্বর গ্রামের তাউস মিয়ার সঙ্গে পাশের গ্রাম শ্রীঘরের দানা মিয়ার কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে ওই সময় সংর্ঘষ হয়। সেই বিরোধের জেরে মঙ্গলবার বিকালে শ্রীঘর বাজারে আবারও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :