খালেদা জিয়া গনতন্ত্রের লোক নয়, তিনি আগুন সন্ত্রাসের রানী -শিরিন আখতার

আবু ইউসুফ মিন্টু, ফেনী থেকে:>>>
আওয়ামীলীগ সরকারের অধিনেই দেশে আগামী নির্বাচন হবে। সংবিধানে তত্ববধায়ক সরকার বলতে কিছু নেই। সংবিধান মোতাবেক সারা পৃথিবীতে যে পদ্বতীতে নির্বাচন হয় বাংলাদেশেও সংবিধান মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে এবং শেখ হাসিনার অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে।
খালেদা জিয়া স্বপ্ন দেখছেন শেখ হাসিনাকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবেন সেটা বাংলাদেশে আর সম্ভব হবেনা। গত নির্বাচনে খালেদা জিয়া চুপচাপ না থেকে দেশে ষঢ়যন্ত করেছেন, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছেন। কিন্তু তিনি সফল হননি। ভবিষ্যতে সফল হবেননা। জাতীয় সামাজ তান্ত্রিক দল (জাসদ) পরশুরাম পৌর সম্মেলনে প্রধান অতিথি ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার তার বক্তব্যে এসব কথা বলেছেন।
খালেদা জিয়া গনতন্ত্রের লোক নয়, তিনি আগুন সন্ত্রাসের রানী, তিনি জঙ্গিদের রানী। খালেদা জিয়া দেশের উন্নতী চায়না তিনি দেশের ধংস চান। দেশের উন্নয়ন চাইলে আওয়ামীলীগ সরকারকে দরকার। তাই শেখ হাসিনার সরকার বাংলাদেশে বার বার দরকার, শিরিন আখতার বলেন খালেদা জিয়া যেটা পারেনি আওয়ামীলগ সরকার সেটা করে দেখাবে। তিনি বলেন ফেনী- বিলোনিয়া রেললাইন খুব শ্রীগ্রই চালু হচ্ছে। ফেনী বিলোনিয়া রেলনাইল দিয়ে ত্রিপুরা রাজ্যের সাথে ব্যাবসা বানিজ্য আরো জোরদার করা হবে।
সোমবার উপজেলা পরিষদ চত্তরে পরশুরাম পৌর সম্মেলন অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ জাতীয় সামাজ তান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল কালাম বাবুল এর সভাপতিত্বে পরশুরাম পৌর সম্মেলনে আরো অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শওকত রায়হান, সহ সম্পাদক রোকেয়া সুলতানা, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী। পরশুরাম উপজেলা সাধারন সম্পাদক আবদুল মোমেন মজুমদার বাবুল।