সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে “প্রজন্ম প্রয়াস” এর শীতবস্ত্র বিতরণ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি:>>>

সামাজিক সংগঠন প্রজন্ম প্রয়াস’র উদ্যোগে অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা (রাজধানী) সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় অর্ধশতাধীক সুবিধাবঞ্চিত ও শীতার্ত পথশিশুর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী (মাসুদ) শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এসময় প্রজন্ম প্রয়াস’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকৌশলী মাসুদ চৌধুরী বলেন: নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। আমরা তাদের এই কার্যক্রমের সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা আশা করছি এসব কল্যাণমূলক কাজের সঙ্গে “প্রজন্ম প্রয়াস” সবসময় আছে এবং থাকবে।

 

ভবিষ্যতে আরো কল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনার জন্য “প্রজন্ম প্রয়াস” কে আহ্বান জানান তিনি।

 

প্রজন্ম প্রয়াসের সভাপতি হাবিব উল্লাহ মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম, রাজউকের অথরাইজড অফিসার নূর আলম সোহেল, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।

 

এ সময় অনুষ্ঠানের সমন্বয় ছিলেন প্রজন্ম প্রয়াসের প্রচার সম্পাদক ও শীত বস্ত্র কমিটির আহবায়ক মন্জুরুল ইসলাম নওশাদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :