শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাবছার দিবস পালন

অাজ ১১ডিসেম্বর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল অাবছার দিবস। নানা অায়োজনের মধ্য দিয়ে সোনাগাজীতে প্রথমবারের মত দিবসটি পালিত হয়। সোমবার বিকালে সচেতন সোনাগাজীবাসীর ব্যানারে জিরোপয়েন্টস্থ একটি হোটেল কক্ষে অালোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত হয়েছে। সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ এর সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) সাদেক হোসেন। তিনি বলেন, এ অঞ্চলের সবচেয়ে সাহসী যোদ্ধা ও অস্ত্র চালনায় পারদর্শী হিসেবে নুরুল অাবছার। মহান মুক্তিযুদ্ধে ফেনীর সাহসী জনপদ সোনাগাজীর নুরুল অাবছার সহ বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বে ৫ ডিসেম্বর সোনাগাজী মুক্ত হানাদার মুক্ত হয়। তাঁর ইতিহাস জাতির কাছে চির স্বরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে তাঁর নীতি, অাদর্শ অনুসরনের অাহ্বান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল হক পাটোয়ারী, উপজেলা নজরুল একাডেমির সভাপতি নুরুল অামিন পলাশ, উপজেলা অা’লীগ নেতা ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি গাজী মো. হানিফ। অারো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা বিদ্যুত মহাজন, লেখক নুরুল অাফছার সোহাগ, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব, সাংবাদিক ওমর ফারুক, কবি মহি উদ্দিন খোকন, সাহিত্যিক দেলোয়ার হোসেন মেহেদি, শহীদুল ইসলাম মামুন, দৈনিক অাজকালের খবর প্রতিনিধি ছালাহ উদ্দিন ।
অালোচনা সভা শেষে কুইজে বিজয়ীদের মাঝে মোবাইল বিতরণ করেন অতিথিবৃন্দ। লটারির মাধ্যমে কুইজে প্রথম হয়েছেন নুরুল অামিন পলাশ, ২য় হয়েছেন বিদ্যুত মহাজন ও ৩য় হয়েছেন অাবদুল্লাহ রিয়েল। অপরদিকে সন্ধায় শহীদ নুরুল অাবছার এর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুৃষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা মাওলানা নুরুল অালম।