ফেনীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

অনলাইন নিউজ ডেস্ক :>>>

মহান বিজয় দিবসে ফেনী জেলা প্রশাসনের নানা কর্মসূচি আয়োজন করেছে। ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৬ টা ৩৫ মিনিটে ৩১ বার তোপধ্বনি ও মুক্তিযুদ্ধস্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

 

সকাল সাড়ে আটটায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে ও শরীর চর্চা প্রদর্শনী, বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা, সাড়ে ১১টায় ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধা বিষয়ক আলোচনা সভা ও ক্রিড়া প্রতিযোগিতা, দেড়টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নত খাবার পরিবেশন, বিকাল তিনটায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা, ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় ৬ টায় জেলা শিল্প কলা একাডেমীতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।

 

এছাড়াও জেলার প্রত্যেক মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপশনালয়ে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত তৈরী, জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মুক্তিযুদ্ধে শহীদ/আত্মদানকারী/যুদ্ধাহতদের জন্য বিশেষ মোনাজাত আয়োজন।

আপনার মতামত লিখুন :