মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারসহ চার জন, মঙ্গলবার শপথ

জিএস নিউজ ডেক্স:>>>
আগামী মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে ডাকা হয়েছে একজন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ, একজন প্রতিমন্ত্রী ও দুই জন সংসদ সদস্যকে। তারা হলেন—তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
আশা করা হচ্ছে, সরকার মন্ত্রিসভা রদবদল বা সম্প্রসারণের দিকে ঝুঁকেছে সরকার। এরই অংশ হিসেবে কাল হয়তো এই চার জন তারা মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ নিতেই সোমবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে তাদের মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল হক ফোন করে তাদের জানিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা ও ডাক পাওয়া এই চার জন জিএস নিউজ’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার জিএস নিউজ’কে বলেন, ‘কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিজিটাল মেলায় দেখা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন, আপনাকে বড় দায়িত্ব দেওয়া দরকার। এর বাইরে আর কিছু বলব না।’ বঙ্গভবনে ডাক পাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘আমার মুখ বন্ধ। মন্ত্রিপরিষদ বিভাগে যোগাযোগ করুন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে নারায়ণ চন্দ্র চন্দ জিএস নিউজ’কে বঙ্গভবনের ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব আজ (সোমবার) দুপুরে আমাকে ফোন করেছিলেন। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে যাওয়ার কথা বলা হয়েছে।’ ডাক পাওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে আমি প্রথমেই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবো। শ্রদ্ধা জানাবো মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। মন্ত্রী হিসেবে আমার প্রথম দায়িত্ব হবে সরকারের সাফল্যকে এগিয়ে নেওয়া। এ মন্ত্রণালয়ের অনেক সফলতা এসেছে গত চার বছরে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এটিই হবে আমার প্রথম কাজ।’
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল জিএস নিউজ’কে বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিবের ফোন পেয়েছি। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে যাব।’
জানতে চাইলে কাজী কেরামত আলী বলেন, ‘আমি মন্ত্রী হবো, তা দু’দিন আগে থেকেই জানি। আজ (সোমবার ১ জানুয়ারি) কেবিনেট ডিভিশন থেকে ফোন পেয়েছি। আমি এলাকায় ছিলাম। ফোন পেয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছি।’
উল্লেখ্য, বর্তমানে সরকারের মন্ত্রিসভার সদস্য ৪৯ জন। এরমধ্যে প্রধানমন্ত্রীসহ ৩১ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী। এছাড়া মন্ত্রীর পদমর্যাদায় ৫জন উপদেষ্টা ও একজন বিশেষ দূত রয়েছেন। এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি বর্তমান সরকার গঠন করা হয়। সর্বশেষ ২০১৫ সালের ১৪ জুলাই একদফা মন্ত্রিসভায় রদবদল হয়। এরপর দুই/একজন মন্ত্রীর দফতর পরিবর্তন করা হয়েছে।