মাগুরায় ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৫ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

মাগুরা প্রতিনিধি:>>>

মাগুরায় ট্রাক চাপায় আমিরুল ইসলাম (৩০) এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার আলমখালি এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের বাড়ি ঝিনাইদহের রাজধরপুর গ্রামে।

মাগুরা সদর থানার এসআই আব্দুল মবিন জানান, আমিরুল অন্য পুলিশ সদস্যদের সঙ্গে রাতে পেট্রল ডিউটি শেষে সকাল সাড়ে ৬ টার দিকে আলমখালী থেকে মোটরসাইকেলযোগে মাগুরা পুলিশ লাইনে ফিরছিলেন। আলমখালী বাজারের অদূরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে বহকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :