ভূমি জবরদখল ও হুমকির অভিযোগ: যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় জিডি

সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে চর বদরপুর গ্রামের মৃত আবুল খায়ের মেম্বারের ছেলে, চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের বিরুদ্ধে তার চাচা আবুল কালাম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ২০ শতক ভূমি জবরদখল করা ও হুমকিধমকি দেওয়ার অভিযোগ এনে গত শুক্রবার সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (SDR-883) দায়ের করেন।
আবুল কালাম জিডিতে অভিযোগ করেন- গত সোমবার করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে আমাদের অনুপস্থিতিতে আনোয়ার খায়ের, সোহাগ খায়ের, কাঠসফি, খুরশীদ এই চারজন সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে আমার জায়গা বুঝিয়ে না দিয়ে একতরফা ভূমি পরিমাপ করে জবরদখল করে পিলার স্থাপন করেন। পিলার উঠাইয়া নিতে বলিলে প্রাণনাশের হুমকি সহ সম্পত্তির ক্ষতিসাধনের হুমকি প্রদান করেন।
অভিযোগ প্রসঙ্গে আনোয়ার খায়ের জানান, ঐ সম্পত্তি আমার পিতার খরিদকৃত সম্পত্তি, আমার দাদা ধনুমিয়ার চাচাতো ভাই মনোহর আলী থেকে আমার বাবা আবুল খায়ের মেম্বার খরিদ করেন। জবরদখল ও হুমকিধমকির অভিযোগ সত্য নয়।