কাজীরবাগ ব্লাড ডোনেট ক্লাব’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

কয়েক ফোঁটা রক্ত অন্যের প্রাণ, রক্ত দিয়ে গাইবো মোরা মানবতার জয়গান’ এ স্লোগানকে সামনে রেখে কাজীরবাগ মজিদ মিয়ার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে ‘কাজিরবাগ ব্লাড ডোনেট ক্লাবের’ এর সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ০৯ টা থেকে দুপুর ০১টা পর্যন্ত কাজিরবাগ মজিদ মিয়ার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কাজিরবাগ মজিদ মিয়ার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মতিন, মাওলানা মোঃ বেলায়েত হোসেন, আলম স্যার সহ অন্যান্য শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বিনামূল্যে ১৬০ জন শিক্ষার্থীদেরকে রক্তের গ্রুপ নির্নেয় করা হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তদানে কাজিরবাগ ব্লাড ডোনেট ক্লাব’ নিরলসভাবে কাজ করছেন। তারা নিজের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে। তাদের এ কাজ সত্যি প্রশংসার দাবি রাখে।
জিএসনিউজ/এমএইচএম/এমইউ/এমএআই