বোনকে উত্যাক্তের প্রতিবাদ করায় ভাইয়ের উপর হামলা

ফেনীর পরশুরামে ছোট বোনকে উত্যাক্তের প্রতিবাদ করায় বড় ভাইয়ের উপর হামলা চালিয়েছে বখাটেরা ।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা চালানো হয়। হামলায় স্কুল ছাত্রীর বড় ভাই মু. আসাদুল ইসলাম গুরতর আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, স্থানীয় লোকজন তাকে উদ্বার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা গুরতর হওয়ায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মু. আসাদুল ইসলাম ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর তালবাড়ীয় গ্রামে সোমবার সন্ধায় এঘটনা ঘটেছে। এ ব্যাপারে পরশুরাম থানায় ৫ জনকে আসমাী করে একটি অভিযোগ দেয়া হয়েছে।
প্রত্যাক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা গেছে ১০/১৫ জন বখাটে সোমবার সন্ধায় মু. আসাদুল ইসলাম এর বাড়ীতে গিয়ে তাকে গালিগালাজ শুরু করে, এই সময় তার কয়েকটি বাজি ফাটিয়ে আতংক সৃষ্টি করে। মু. আসাদুল ইসলাম ঘর থেকে বের হলে বখাটেরা তাকে লোহার রড দিয়ে পিঠিয়ে গুরতর আহত করে।
জানা যায় বখাটেরা গত কয়েকদিন মু. আসাদুল ইসলাম এর ছোট বোনকে উত্তক্ত্য করে যাচ্ছে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের কে অবহিত করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে সোমবার তার উপর হামলা করে। এলাকাবসী এমন ন্যাক্কার জনক ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয়রা এ ন্যাক্কার জনক ঘটনার তদন্ত করে করে অপরাধীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানের কোন বক্তব্য পাওয়া যায় নি তবে বক্সমাহমুদ ইউয়িন পরিষদের নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।