সোনাগাজীর চরডুব্বায় স্থানীয়দের অর্থায়নে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গাজী মোহাম্মদ হানিফগাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী)
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ পিএম, ২০ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মানুষের চাকুরী ব্যবসা বাণিজ্য সহ সকল প্রকার কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় মানুষ কষ্টে দিনাতিপাত করছে। ঠিক তখনি খেটে খাওয়া কর্মহীন, অসহায়, হতদরিদ্রদের কথা চিন্তা করে এগিয়ে আসেন সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের কিছু বিত্তশালী ও যুবক।

আমিরাবাদ ইউপি সদস্য নিজাম উদ্দিন শাহিন মেম্বারের সমন্নয়ে কিছু বিত্তশালী যুবকদের আর্থিক সহযোগিতায় চরডুব্বা গ্রামের কর্মহীন অসহায়, হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন- আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির।

প্রদত্ত প্রতি প্যাকেটে চাউল ৮ কেজি, ডাউল ১কেজি, আলু ২কেজি, পেয়াজ ১কেজি, তৈল ১কেজি, ছোলাবুট ১কেজি, মুড়ি অর্ধ কেজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় আওয়ামীলীগ নেতা আবদুল কাইয়ুম, সেচ্ছাসেবক লীগ নেতা নিজাম মাস্টার, সমাজসেবক শেখ ফরিদ রিপন, মাস্টার ইসমাইল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :