নতুন অর্থবছরে নবাবপুর ইউনিয়নের বাজেট প্রকাশ, উন্নয়ন খাতে জোর
২০২৫-২৬ অর্থবছরের বাজেট
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা বুধবার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির নতুন অর্থবছরের জন্য মোট ১ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে নিজস্ব রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৫ লাখ ১২ হাজার ১৫১ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৮ লাখ ৮১ হাজার ৪০ টাকা।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. শহিদ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম এবং শিক্ষক শেখ মোহাম্মদ একরামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের খতিব, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় জনসাধারণ।
উন্মুক্ত বাজেট সভায় অংশগ্রহণকারীরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।



