শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সন্তানও রয়েছে’

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৯ পিএম, ১০ এপ্রিল ২০১৭

জিএস নিউজ ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে নিজের জীবনের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের বাসায় এ বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। এত দিন বিষয়টি গোপন রাখা হয়েছে।

এতদিনে নিজের আত্মগোপনের কথা বলতে গিয়ে অপু বলেন, ‘শাকিব ও আমার ছেলে রয়েছে। আমি অনেক কষ্ট করেছি। শাকিব শুধু টাকা দিয়ে সাহায্য করেছে কিন্তু আমার পাশে থাকেনি। শাকিব আমাকে ঠকাই গেছে কিন্তু আমি তাকে ঠকাইনি। আমার প্রাণের ছবি বসগিরি ছেড়ে গেছি। আমি তাকে সার্পোট দিয়ে গেছি। আমি চেয়েছি শাকিবের ক্যারিয়ার ভালো হোক।’

অপু অভিনীত ‘ভালোবাসা ২০১৬’ শিরোনামের সিনেমাটি অপুর শুটিংয়ের অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জি সরকার। এ ছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সার পরিচালিত ‘মা’ শিরোনামের সিনেমার শুটিং অপুর কারণে আটকে আছে। হঠাৎ অপু মিডিয়া থেকে অন্তরালে চলে যাওয়ায় এসব সিনেমার প্রযোজক ও পরিচালককে বিপাকে পড়তে হয়।

আপনার মতামত লিখুন :