দুর্ঘটনায় যাত্রী-চালক উভয়ের জন্য বীমা সুবিধা চালু করেছে পাঠাও

নিজস্ব প্রতিবেদকঃ>>>>
রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের যাত্রী ও চালক উভয়ের রাইড চলাকালীন যে কোনো দুর্ঘটনার জন্য বীমা সুবিধা চালু করেছে। দুর্ঘটনায় হতাহত হলে যাত্রী এবং চালক উভয়েই এক লাখ টাকা পর্যন্ত এই বীমা সুবিধা পাবেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যাত্রী ও চালকদের নিরাপত্তার জন্য নেয়া এমন বীমা কর্মসূচির ঘোষণা দেয় পাঠাও। ডটলাইন বাংলাদেশের আইআর ইন্স্যুরেন্স ব্র্যান্ড কার্নিভালের অধীনে কাস্টমাইজড বীমা সুবিধা দেবে পাঠাও। চারটি টার্মে ইন্স্যুরেন্স সেবাটি ভাগ করা হয়েছে।
যার মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যুর পর বেনিফিট, দুর্ঘটনায় আহত হয়ে সম্পূণরূপে অক্ষম হয়ে পড়লে, দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে এবং প্রকৃতিগত মৃত্যু হলে। এর ক্ষতিপূরণ হিসেবে প্রতিষ্ঠানটি ২৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দেবে যাত্রী ও চালকদের।
বীমা সুবিধা নিতে হলে অ্যাপের মাধ্যমে দুর্ঘটনার বিষয় জানিয়ে রিপোর্ট করতে হবে। পরে বিষয়টি পাঠাও কর্তৃপক্ষ যাচাই করে এক থেকে তিন মাসের মধ্যে তা পরিশোধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সিইও হাসান মেহেদী, পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস, পাঠাও লিমিটেডের সিটিও সিফাত আদনান, ভিপি অব রাইডস কিশোর হাশমিসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।