মিরসরাইয়ে জঙ্গী হামলায় অংশগ্রহনকারী ফেনীর রামপুরে ভাড়া বাসায় ছিলো-দাবী পুলিশের
বিশেষ প্রতিনিধিঃ>>>>>
চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি হামলায় অংশগ্রহনকারীদের কয়েকজন জঙ্গি ফেনীর রামপুর সওদাগর বাড়িতে ৬ দিন অবস্থান করেছিলো বলে পুলিশ দাবী করেছে।শুক্রবার পুলিশ বাড়ীর মালিক ইব্রাহীম মিয়াকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।
১৭ মার্চ ফেনী মডেল থানার ওসি রাশেদ খান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহাম্মেদ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু মালামাল জব্দ করেছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁনের ভাষ্যমতে, কুমিল্লার চান্দিনায় বোমাসহ আটক জঙ্গি হাসান মিরসরাই যে বাড়িটি ভাড়া নিয়েছিলো সেই হাসানই গত ৪ মার্চ রামপুর সওদাগর বাড়িটির ইব্রাহিম মিয়ার বিল্ডিং এর নিছ তলার বাসাটি তার ভগ্নিপতি কালামের জন্য ভাড়া নেয় । পরে বাড়ির মালিক তাদের গতিবিধি সন্দেহজনক হলে নিকট জাতীয় পরিচয় পত্র চাইলে তারা গত ১০ মার্চ রাতে মালামাল রেখে পালিয়ে যায়। এদিকে পুলিশ ওই বাড়ি থেকে একটি খাট, একটি টেবিল, একটি কাঁথা ও একটি পর্দা জব্দ করেছে। স্থানীয়রা জানায়, বাসাটিতে এক শিশু ও এক মহিলাসহ দুই পুরুষ অবস্থান করেছিল।



