ইউপি সদস্য হয়েও মাটি কেটে সংসার চালান সাইফুল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১২ এএম, ২৯ জানুয়ারি ২০১৯

স্টাফ রির্পোটারঃ>>>

অনন্য নজির সৃষ্টি করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ওরফে সর্দার (৫২)।

যেখানে ইউনিয়ন পরিষদের একজন সদস্য অনেক কিছু ‘মেন্টেন’ করেন, সেখানে এই ইউপি সদস্য অন্যের বাড়িতে ও বিভিন্ন প্রকল্পের রাস্তায় মাটি কেটে উপার্জনের অর্থ দিয়ে সংসার চালান।

তিনি প্রথমে ডে-লেবার এবং পরে মাটি কাটার কাজ করে অতিকষ্টে পার করলেন সংসার জীবনের ৩৫টি বছর।

এদিকে মাটি কাটার কাজ করেন বলে তাকে এড়িয়ে চলেন ইউপি চেয়ারম্যান। তার ওয়ার্ডে বরাদ্দ দেন কম। তারপরও তিনি যেটুকু সরকারি বরাদ্দ পান, তার সবটুকুই তিনি এলাকার উন্নয়নে ব্যয় করেন।

জানা যায়, ইউপি সদস্য সাইফুল ইসলাম এলাকায় সকলের কাছে প্রিয় মুখ। কষ্টের হলেও তার জীবন চলে সততার সহিত। তিনি কোন অন্যায় পথে জীবিকা নির্বাহ করে সংসার চালাননা। সবার সাথে কথা বলেন, হাসিমুখে। এগিয়ে যান অন্যের আপদে বিপদে। ফলে তাকে করা হয়েছে প্রকল্পের মাটি কাটার লেবার থেকে সর্দার। লেবার সর্দার হওয়ার পর পরই এলাকার সবার অর্থে নির্বাচন করে হেভিয়েট প্রার্থীদের হারিয়ে প্রথম বারের মত ভাদাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন।

অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ইউপি সদস্য সাইফুল ইসলাম। অভাবের কারণে লেখাপড়া করা হয়নি তার। কোন রকম নিজের নামটি লিখতে পারেন তিনি। এক সময় অভাবের কারণেই পরিবারের হাল ধরতে তাকে দিন মজুরী করতে হয়। এরপর দিনমজুরী ছেড়ে দিয়ে মাটি কাটার দলে যোগ দেন সাইফুল ইসলাম। সততায় মুগ্ধ হয়ে সবাই তাকে সর্দারের দায়িত্ব প্রদান করেন। এখন পর্যন্ত তিনি মাটি কাটার লেবার সর্দার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বৈবাহিক জীবনে তিনি ৩ ছেলে ও এক মেয়ের জনক। এক ছেলের বিয়ে দিয়েছেন। মেয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ছে আর ছোট ছেলে প্রথম শ্রেনীতে পড়লেও অর্থের অভাবে লেখাপড়া বন্ধের উপক্রম। জমি বলতে মাত্র বসত ভিটায় ৫ শতক। অনেক সময় অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন তিনি।

ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, মাটি কাটার মজুরী দিয়ে আর মেম্বারী ভাতার টাকায় কোন রকম কষ্টে দিনযাপন চলছে তার।

আপনার মতামত লিখুন :