বাগেরহাটে ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি, ৩ লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি>>
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে নৌবাহিনীর জাহাজের ঢেউয়ে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।তবে এখন পর্যন্ত অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।খবর অনলাইন মিডিয়া সমূহের।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী ট্রলারটি নদী পার হওয়ার সময় ওই নদী দিয়ে একটি নৌ-বাহিনীর জাহাজ যাচ্ছিল। এ সময় নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় জানান, উপজেলার পুরাতন থানার ঘাটের কাছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পরে নৌবাহিনী তাদের জাহাজ নোঙর করে উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এছাড়াও রয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ট্রলারটিতে কতজন যাত্রী ছিল বা এখনও কেউ নিখোঁজ আছে কিনা সে বিষয়ে পঙ্কজচন্দ্র রায় কিছু বলতে পারেননি।
তবে, স্থানীয় বাসিন্দা মইনুল হোসেন জানান, অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল।



