সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা মেডিকেল কলেজছাত্র

স্টাফ রিপোর্টার:>>>
সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম আকাশ নামে (২২) খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানার গেট সংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আকাশ খুলনা মেডিকেল কলেজের কে-২৫ এর পঞ্চম ব্যাচের ছাত্র।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লবণচরা থানার গেটের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত অবস্থায় খুলনা মেডিকেল কলেজের এক ছাত্রকে দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।
আকাশ নগরীর জিরো পয়েন্টের দিক থেকে রূপসা ব্রিজের দিকে যাচ্ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
এর আগে গত রবিবার রাতে এ সড়কের খেজুর বাগান এলাকায় ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী পাঁচজন নিহত হন