শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪১ পিএম, ৩০ মার্চ ২০১৭

স্টাফ রির্পোটার : >>>> কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে করতে শতভাগ সফল হয়েছি। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিলো।

পরিস্থিতি রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কুমিল্লায় দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। এছাড়া দুই জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ কথা বলেন।

সিইসি বলেন, কুসিক নির্বাচনের প্রতি সবার দৃষ্টি ছিল বেশি। এজন্য এটি আমাদের ছিল অতি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত বর্তমান কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনও ব্যতিক্রম নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ফ্যাক্সযোগে অনেক অভিযোগ দিয়েছে। যার অনেকগুলো সঠিক নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- তিন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, কুসিক নির্বাচনে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদ মনোনীত শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মামুনুর রশিদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে ১৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে দুই লাখ সাত হাজার ৫শ’ ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

আর সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ছিলো দুই লাখ ৫২ হাজার ৪শ’ ৩০ জন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলে।

আপনার মতামত লিখুন :