আগুন ভয়াবহ রূপ, কারণ জানালেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

রাজধানীর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারের আগুন ভয়াবহ রূপ নেয়ার কারণ জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ‘২২ তলাবিশিষ্টি বহুতল ভবনটির ৮, ৯ ও ১০ তলার বিভিন্ন ভিনাইল বোর্ড, দ্রাহ্য পদার্থ ,প্লাস্টিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বিশেষ করে কম্পিউটার থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।
ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, আগুন লাগে ১২টা ৫২ মিনিটে। ফায়ার সার্ভিসের রেসকিউ টিম দুপুর ১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছাতে সময় লাগে মাত্র ১২ মিনিট। আগুন নিয়ন্ত্রণে আসে ৪টা ৪৫ মিনিটে। আর সন্ধ্যা ৭টায় আগুন পুরোপুরি নির্বাপণ হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি), মোটরসাইকেল ইউনিট, ৫টি হেলিকপ্টার ও সেনাবাহিনীসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধারকাজে অংশ নেয়। বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ধোঁয়া বের হচ্ছে ভবনটি থেকে।
রাত ১০টা ১৮ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
সূত্র জানায়, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।
জিএসনিউজ/এমএআই