অগ্নিঝরা মার্চে রাজধানী ঢাকা ভয়াবহ যত অগ্নিকাণ্ড

অগ্নিঝরা মার্চ মাসে রাজধানী জুড়ে চলছে। ভয়াবহ অগ্নিকান্ড । একের পর এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানী বাসী । অগ্নিকান্ডের ঘটনা যেনো রাজধানী বাসীর জন্য নিত্যদিনের সঙ্গী ভবন মালিকদের উদাসীনতা ও পর্যাপ্ত অগ্নিনির্বাপকের ব্যবস্থা না থাকায় ভবন মালিকদের উদাসীনতা ও পর্যাপ্ত অগ্নিনির্বাপকের ব্যবস্থা না থাকায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমান।
মার্চ জুড়ে যত অগ্নিকান্ড
বনানীর এফ আর টাওয়ারঃ
২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর অভিজাত এলাকা বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ২৫ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৭০ জন। ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৬ ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেমরাঃ
রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশনের পাশে একটি উন্মুক্ত স্থানে গ্যাস লাইনে আগুন লাগে। তবে এ অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশনের পাশে একটি উন্মুক্ত স্থানে গ্যাস লাইনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুনের খবরে ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গাউছিয়া মার্কেটঃ
গত রোববার রাত ১২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এরশাদ হোসেন জানান, রাত ১২টা ২৫ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হলেও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরুর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
বনানীঃ
গতকাল ২৯শে মার্চ বনানীর ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে আগুন লেগেছে বলে খবর পাওয়ার ২টা ২০ মিনিটে দু’টি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবনের বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বনানীর ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে আগুন লেগেছে বলে খবর পাওয়ার ২টা ২০ মিনিটে দু’টি ইউনিট পাঠানো হয়। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কেও কিছু জানা যায়নি। আগুন লাগার পর ভবনের বাসিন্দারা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।
ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনঃ
গত ৩০শে মার্চ শনিবার ৩টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ও ধোঁয়ার কারণে ভবনের অনেকেই আতঙ্কিত হয়ে ভবনের নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, ভবনটির এক কক্ষে টিউবলাইট বিস্ফোরণ হয়ে আগুন লাগে। আগুন লাগার পর আমাদের যেতে বলা হলো ২-৩ মিনিট পর তারাই ফোন দিয়ে বলল যেতে হবে না। ভবনটির কর্মকর্তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন।
প্রত্যক্ষদর্শী মারুফ হাসান বলেন, ধোঁয়া দেখে ও আগুনের সংবাদ শুনে ভবনের সবাই নিচে নেমে যায়। তবে কারও কোনো ক্ষতি হয়নি।
পুলিশ প্লাজায় আগুনঃ
এদিকে ৩১শে মার্চ রোববার সকাল ১০টা ৬ মিনিটে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার ৭ম তলায় একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন। এর আগে শনিবার বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটে নাই।
গুলশানের ডিএনসিসি মার্কেটঃ
রাজধানীর বনানীর বহুতল ভবনের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। ৩১শে মার্চ শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুনঃ
রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে গেছে। গত ৩০শে মার্চ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলে।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই