শাহজালাল বিমানবন্দরে আগুন !

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৫ এএম, ০৮ এপ্রিল ২০১৯

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগে। আজ সোমবার সকাল ৮টার দিকে পার্কিং-২ এর পাশে বাতিল করা মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :