ফেনীতে ডাকাত-পুলিশ গুলি বিনিময়, ৪ পুলিশসহ আহত ৫

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৫ এএম, ৩০ জুন ২০১৭

ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ে এক ডাকাত গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) ভোর সোয়া চারটার দিকে সোনাগাজীর মুহুরী নদী প্রকল্প এলাকার বাদামতলীতে এ ঘটনা ঘটে।

 

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। ওসি হুমায়ুন কবির জিএস নিউজ’কে জানান, ডাকাতদের গুলিতে গুরুতর আহত এএসআই মুনির হোসেনসহ আহত চার পুলিশ সদস্যকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, গুলিবিদ্ধ ডাকাত সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ওসি হুমায়ুন কবির আরও জানান, সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার বাদামতলী এলাকায় ডাকাতি করছিল, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের উপস্থিরর পর সওদাগরহাটের ডাকাত ভোলা এবং সোহাগ বাহিনীর ডাকাত সদস্যরা পুলিশের ওপর গুলি চালাতে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় একডাকাত ও চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ এলজি, দেশি পাইপগানসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আপনার মতামত লিখুন :