রাজধানীর মিরপুরে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু !!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৫ এএম, ০২ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>

রাজধানীর মিরপুরে এক কলেজ ছাত্র রাকিবুল হাসান রকির (২৬)  রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার রাতে মিরপুরের শাহআলী চিড়িয়াখানা রোড এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নিহতের রুমমেট সৈকত আহমেদ।

নিহত রাকিবুল হাসান রকি তেজগাঁও কলেজের মাস্টার্সের হিসাববিজ্ঞানের ছাত্র। তিনি বর্তমানে পশ্চিম রাজা বাজার মসজিদের পাশে কয়েকজনের সঙ্গে একটি রুম ভাড়া করে থাকতেন।

রুমমেট সৈকত আহমেদ জানান, রাতে রকির মোবাইল থেকে এক ব্যক্তি ফোন দিয়ে জানান মিরপুর চিড়িয়াখানা বিসিআই কলেজের সামনে রাস্তায় রকি অচেতন অবস্থায় পড়ে আছে। এর পরই আমরা রকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে রকি চিড়িয়াখানা রোড দিয়ে হাঁটার সময় বমি করতে করতে অচেতন হয়ে পড়ে যান। এর বেশি কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইফাত জানান, ওই যুবককে হয়তোবা কিছু খাওয়ানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :