অবসরভোগীরা ৬৫ বছরের পর পেনশন পাবেন ৫০ শতাংশের বেশি

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৭ পিএম, ১২ জুন ২০১৯

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন একজন অতিরিক্ত সচিব। আলাপচারিতার একপর্যায়ে বললেন, নতুন বেতন স্কেল কার্যকর হলে তিনি পেনশন বাবদ মোট কত টাকা পাবেন, সেই হিসাব কষেছেন সোমবার রাতেই।

গতকাল দুপুরে তাঁর সঙ্গে আলোচনার সময় সেখানে দুই যুগ্ম সচিব ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিক সচিবালয়ে যাওয়ায় জ্যেষ্ঠ সচিব কক্ষে ছিলেন না। দাপ্তরিক কাজে এসে অপেক্ষা করা ওই তিন সরকারি কর্মকর্তা নানা আলোচনার মধ্যে জাতীয় বেতন স্কেলের বিষয়টি তোলেন।

আলোচনার সূত্র ধরে কত টাকা পেনশন পাবেন, জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী স্বাভাবিকভাবে অবসরে গেলে তিনি প্রায় ৭২ লাখ টাকা পাবেন। আগের স্কেল অনুযায়ী পেতেন ৩৮ লাখ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়, মাসিক পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের বয়স ৬৫ বছরের যে তারিখে পূর্ণ হবে তার একদিন পর থেকেই উল্লিখিত সুবিধা পাবেন। তবে অষ্টম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের তারিখের (১-৭-২০১৫) আগে পেনশনভোগীর বয়স ৬৫ বছরের কম হলে সে ক্ষেত্রে ৪০ শতাংশ বেশি পেনশন পাবেন। তবে এটি কার্যকর হবে অষ্টম বেতন কাঠামো বাস্তবায়নের দিন থেকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাসিক নিট পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশন সুবিধাভোগীরা ৬৫ বছরের পরের দিন থেকে চিকিৎসা ভাতা পাবেন ২৫০০ টাকা করে। সেখানে আরও বলা হয়, কোনো পেনশনভোগীর ১ জুলাইয়ে নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাওয়ার পর একই বছরে তার ৬৫ বছরের বেশি হলে সে ক্ষেত্রে একই বছর অবশিষ্ট ১০ শতাংশ পেনশন বাড়বে। একইভাবে চিকিৎসা ভাতার বিষয়টিও কার্যকর হবে।

জিএসনিউজ/এএওয়াই

আপনার মতামত লিখুন :