ঢাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে সংবর্ধনা যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>

রোহিঙ্গা পরিস্থিতি সরজমিন দেখা এবং দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো। প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমানটি গতকাল বিকাল সোয়া ৪টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে এই প্রথম ঢাকায় আসা ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান উইদোদোকে ২১ দফা গান স্যালুট
আর লালগালিচায় পূর্ণরাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বরণ করে বাংলাদেশ। শুরুতে অতিথিদ্বয়কে দু’টি শিশু পৃথক ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। পরে প্র্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং তার সহধর্মিণী রাশিদা খানম তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরের অস্থায়ী অভিবাদন মঞ্চে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

আপনার মতামত লিখুন :