দেশের ২২ জেলায় নতুন ডিসি

স্টাফ রিপরটারঃ>>>>
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ সহ দেশের ২২টি জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এই আদেশ জারি করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ এবং তিন ডিসিকে অন্য জেলায় বদলি্র আদেশ প্রধান করেন। ছয় বিভাগীয় জেলার বাইরে যশোর, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোণা, সাতক্ষীরা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী ও হবিগঞ্জ জেলায় ও নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান নানা বিতর্কের মধ্যেই মাঠ প্রশাসনে বড় ধরনের এই পরিবর্তন আনল সরকার।