মার্চের ১ম সপ্তাহে ৩৮তম প্রিলিমিনারির ফল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, ৩৮ তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার ফল মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই হবে। যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করব।

প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিএস’র আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকবে।

আপনার মতামত লিখুন :