নতুন ৫ ‘স্বৈরতান্ত্রিক দেশের’ তালিকায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টারঃ>>>
বাংলাদেশসহ ৫টি দেশে এখন আর গণতন্ত্রের নূন্যতম মানদ- মানা হচ্ছে না। ২০১৫’র ফেব্রুয়ারি থেকে ২০১৭’র জানুয়ারি পর্যন্ত করা এক গবেষণায় এমন পর্যবেক্ষণ উঠে এসেছে । এতে বাংলাদেশ নিয়ে ও মন্তব্য করা হয়েছে, ‘নির্বাচনের মানে অবনতি ঘটায়, এক সময়ের ৫ম বৃহৎ গণতন্ত্রের এ দেশটি ফের স্বৈরতন্ত্র হিসেবে চিহ্নিত হয়েছে।’
জার্মান থিঙ্কট্যাঙ্ক বারটেলসম্যান স্টিফটাং-এর গবেষণায় এসব কথা বলা হয়েছে। এতে, নতুন স্বৈরতন্ত্র হিসেবে চিহ্নিত অপর দেশগুলো হলো লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া ও উগান্ডা। ‘এই পাঁচটি দেশ ওই সীমা অতিক্রম করেছে যার দিকে এগুচ্ছে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের ৬টি দেশ- হন্ডুরাস, হাঙ্গেরি, মলডোভা, নাইজার, ফিলিপাইন ও তুরস্ক।
গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে গণতন্ত্র ও সুসাশনের মান এক যুগের মধ্যে সর্বনিন্ম