এ দেশের ক্ষমতার মালিক জনগণ কোনো ব্যক্তি না: ড. কামাল হোসেন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৫ এএম, ৩০ মার্চ ২০১৮

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালের সংবিধানে নিজেই লিখে গেছেন, ‘এ দেশের ক্ষমতার মালিক জনগণ, কোনো ব্যক্তি না, তার সন্তানও না।

জাতির পিতা হিসেবে তিনি সংবিধানের সপ্তম অনুচ্ছেদে সেটা লিখে দিয়ে গেছেন। এটা একদম স্পষ্ট, সহজ ভাষা, এখানে কোনো ব্যাখ্যা, আইনের মারপ্যাঁচের কোনো অবকাশ নেই।

সংবিধানে যে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে তা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। যদি কেউ সেটা করে তাহলে তা বাতিল হয়ে যাবে। এ দেশে গণতন্ত্র থাকবে নাকি স্বৈরতন্ত্র থাকবে ’৭২ সালের সংবিধানে সেটা স্পষ্ট করে উল্লেখ করা আছে।’

বৃহস্পতিবার বিকাল ৫টায় জয়পুরহাট শহরের সরকারি রামদেও বাজলা উচ্চবিদ্যালয় মাঠে জেলা গণফোরাম আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশের অবস্থা ভালো না, যে দেশের প্রধান বিচারপতিকে গামছা গলায় দিয়ে হাইকোর্টের এজলাশ থেকে নামিয়ে আনা হয়, সেই দেশের অবস্থা ভালো না।

জেলা গণফোরামের সভাপতি শ্যামল কুমার সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বের হোসেন, গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ মামুন।

এর আগে বিকালে ড. কামাল হোসেন ও বঙ্গবীর কাদের সিদ্দিকী জয়পুরহাট জেলা আইনজীবী ভবনের সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতি আয়োজিত আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন :