রমজান উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুমোদন করেছে মন্ত্রিসভা
স্টাফ রিপোর্টার:>>>
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসে নতুন সময়সূচী অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলবে অফিসিয়াল কাজ।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচী নির্ধারণ করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ সকল তথ্য জানান।তিনি জানান, সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম মাঝেই ১ টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ পর্যন্ত সালাত শেষ করে নেওয়া যাবে।
পাশাপাশি ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, কল কারখানা এবং জরুরি সেবাখাত তাদের নিজস্ব আইন অনুযায়ী নতুন সময়সূচী নির্ধারণ করে নিবেন।
চাঁদ দেখা অনুযায়ী আগামী ১৭ বা ১৮ মে থেকে মুসলিমদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হবে। বর্তমানে সরকারি অফিস সময় ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।



