পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৬ পিএম, ১৪ মে ২০১৮

‘পরিবেশ ও বন মন্ত্রণালয়ে’র নাম পরিবর্তন করা হয়েছে। এই মন্ত্রণালয়ের নতুন নামকরণ হয়েছে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, আশপাশের দেশগুলো সঙ্গে মিলিয়ে এই মন্ত্রণালয়ের নামের সঙ্গে ‘জলবায়ু পরিবর্তন’ শব্দ দুটি যুক্ত করা হয়েছে।

তিনি জানান, এখন থেকে এই মন্ত্রণালয়ের নাম বাংলায় ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ এবং ইংরেজিতে ‘Ministry of Environment, Forest and Climate Change’ হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে যে বিরূপ প্রভাব পড়ছে সেসব বিষয়কে বিবেচনায় নিয়েই মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আপনার মতামত লিখুন :