ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুন

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৪ পিএম, ২৪ মে ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১ জুন (শুক্রবার) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

ওইদিন পাওয়া যাবে ১০ জুনের টিকেট। রাজধানীর রমনার রেল ভবনে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এছাড়া ২ জুন (শনিবার) বিক্রয় করা হবে ১১ জুনের টিকেট, ৩ জুন পাওয়া যাবে ১২ জুনের টিকেট, ৪ জুন পাওয়া যাবে ১৩ জুনের টিকেট, ৫ জুন পাওয়া যাবে ১৪ জুনের টিকেট, ৬ জুন পাওয়া যাবে ১৫ জুনের টিকেট।

ঈদে বাড়ি থেকে ফিরতে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকেট বিক্রি করা হবে।

ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১০ জুন রোববার, ওইদিন পাওয়া যাবে ১৯ জুনের টিকেট। এছাড়া ১১ জুন পাওয়া যাবে ২০ জুনের টিকেট, ১২ জুন পাওয়া যাবে ২১ জুনের টিকেট, ১৩ জুন পাওয়া যাবে ২২ জুনের টিকেট, ১৪ জুন পাওয়া যাবে ২৩ জুনের টিকেট, ১৫ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকেট।

সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু হবে, চলবে শেষ না হওয়া পর্যন্ত।

রেলমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, রেলের যাওয়া যাত্রীরা পছন্দ করেন তাই দিন দিন রেলের যাত্রী বৃদ্ধি পাচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন রেলওয়েতে ২ লক্ষ ৬০ হাজার যাত্রী চলাচল করে, তবে ঈদুল ফিতর উপলক্ষে প্রতিদিন ২ লক্ষ ৬০ হাজার যাত্রী চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে কিছু কর্মপরিকল্পনা নিয়েছে বলেও জানান মন্ত্রী। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল— ৭ জোড়া বিশেষ ট্রেন চলবে। ঢাকা- দেওয়ানগঞ্জ- ঢাকা স্পেশাল ট্রেন, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম স্পেশাল-১, ও ২, রাজশাহী-ঢাকা-রাজশাহী স্পেশাল এবং পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর স্পেশাল ট্রেনগুলো ঈদের আগের ১৩, ১৪, এবং ১৫ জুন তিন দিন, ঈদের পরে ১৮ থেকে ২৪ জুন মোট সাত দিন চলবে। ১১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল ট্রেনের ছুটি বাতিল করা হয়েছে। এক সাথে একজন যাত্রী ৪টি টিকেট ক্রয় করতে পারবেন। ২৫ শতাংশ টিকেট যাত্রীরা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন। ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা থাকবে। এর মধ্যে ২টি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

১৫ থেকে ১৮ জুন মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলবে না।

আপনার মতামত লিখুন :