সড়ক দুর্ঘটনা কমাতে প্রধানমন্ত্রীর ৬ নির্দেশনা
স্টাফ রিপোর্টার:>>>
সড়কে দুর্ঘটনা কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা বেড়েছে প্রেক্ষাপটে সোমবার সিনিয়র সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।
তিনি বলেন, মন্ত্রিসভার সভা রাস্তা পরিবহন ব্যবস্থাপনা আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী দূরপাল্লার চালকরা যাতে এক ঘন্টার বেশি গাড়ি চালাতে না পারেন, সে জন্য বিকল্প চালককে নির্দেশ দেওয়া হয়েছে।
সড়ক পাশে বিশ্রামাগার তৈরি, সিগন্যাল মেনে চলা, অনিয়মশান্ত্রিক রাস্তা পারাপার বন্ধ, সিটবেল্ট বাঁধার এবং চালক ও তার সহকারী প্রশিক্ষণের ব্যবস্থা নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের ছুটির শেষে ফিরতি যাত্রা গত ২3 জুন 1২ জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 39 জন নিহত হয়। আর গাইবান্ধা থেকে ট্রাগে হাবিগঞ্জে যাওয়ার পথ সোমবার সকালে টাঙ্গাইল দুর্ঘটনায় পড়ে প্রাণ হয়ে গেছে আরও ছয়জন।
প্রধানমন্ত্রীর 6 নির্দেশনা
* গাড়ি চালক ও তার সহকারী প্রশিক্ষণের ব্যবস্থা করা।
* দীর্ঘ ড্রাইভের সময় বিকল্প চালক রাখা, যাতে আরো পাঁচ ঘন্টার কোন চালক একটানা দূরবর্তী গাড়ির চালনা করা হয় না।
* নির্দিষ্ট দূরত্ব পরে পরে সড়ক পাশে সেবা কেন্দ্র বা বিশ্রামাগার তৈরি
* অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারপার বন্ধ করুন
* সড়কে যাতে সবাই সিগনালকে মেনে চলবে- নিশ্চিত করুন পথচারী পারপারে জব্রক্রসিং ব্যবহার নিশ্চিত করুন
* চালক ও যাত্রী সিটবেল্ট বাঁধার বিষয় নিশ্চিত করুন
শফিউল বলেন, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মাঝে মাঝে বসতে হবে। এটি তাদের নিয়মিত দায়িত্ব মধ্যে আছে
সিটবেল্ট না বেধে দুর্ঘটনায় মৃত্যু ঘটছে শফিউল বলেন, মিশুক মনির ঘটনা বিশ্লেষণ করে দেখিয়েছেন- তিনি গাড়ির সামনে সিটলেট ছাড়া বসা না।
২011 সালে মানিকগঞ্জে একটি বাসের সাথে মাইক্রোবাস সংঘর্ষে এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর এবং চলচ্চিত্রকার তরীকে মাসুদসহ পাঁচজনের মৃত্যু ঘটে।
সড়ক দুর্ঘটনা এ বিষয়ে আইনের অধীন আরো কঠোর করা হচ্ছে শফিউল বলেন, আইন এখনও পাস না, ভেটেরিনারী আইন মন্ত্রণালয় আছে, দ্রুত নিষ্পত্তি করা হবে।



