বাসের ধাক্কায় জীবন গেল ৩ পান ব্যবসায়ীর, আহত আরো -৭

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১১ পিএম, ২৬ জুন ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ>>>

ঝিনাইদহ সদর উপজেলায় বাস ও আলমসাধুর যানের সংঘর্ষে ৩ জন পান ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার সাধুহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হরিণাকুন্ডু উপজেলা কেষ্টপুর গ্রামের জাকের মন্ডলের ছেলে আব্দুল লতিফ (৫৫), একই গ্রামের দলু মন্ডলের ছেলে শাহিদুল ইসলাম (৪৫) ও সদর উপজেলা পান্তাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে রাহাজ উদ্দিন (৬০)।

 

 

অপর দিকে আহতরা হলেন-কেষ্টপুর গ্রামের খোদবক্সের ছেলে আব্দুল মমিন (৫৫), নুরুল মন্ডলের ছেলে কামরুল ইসলাম (৫০), আঈনুদ্দিনের ছেলে আব্দুল খালেক (৪৬), সদর উপজেলা সাধুহাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে আব্দুল সালাম (৪৫) ও পান্তাপাড়া গ্রামে আনোয়ারের ছেলে ছালাম হোসেন (২৫)সহ ৭ জন।

 

 

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার সকালে হরিণাকুন্ডুর কেষ্টপুর গ্রাম থেকে কয়েকজন পান ব্যবসায়ী নসিমন যোগে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে সাধুহাটি নামক স্থানে পৌছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী ইএন পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাহাজ উদ্দিন নামে এক পান ব্যবসায়ী মারা যায়।

 

 

এঘটনায় আহত হয় আরও ৯ জন। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শাহিদুল ইসলাম ও আব্দুল লতিফ মারা যায়।

 

 

আহতদের মধ্যে আব্দুল মমিন ও আব্দুল খালেকের আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

আপনার মতামত লিখুন :