বেতন বাড়ছে রাষ্ট্রীয় শিল্প শ্রমিকদের
স্টাফ রিপোর্টার:>>>
রাষ্ট্রপতি শিল্প-প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভা সর্বনিম্ন ৪ হাজার ৩০০ এবং সর্বোচ্চ ১১ হাজার ২০০ টাকা প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার রাজধানীতে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন, ২০১৫ এর সুপারিশের পর রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি স্কেল ও ভাতা অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেছেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো। শফিউল আলম ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, মূল বেতন ২০১৫ এর ১ জুলাই এবং ভাতা ২০১৬ থেকে কার্যকর ১ জুলাই নতুন মজুরি স্কেলে ১৬ টি গ্রেড রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
একই সাথে পণ্য উত্পাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরি শর্তাবলী) আইন, ২০১৮-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি মন্ত্রিপরিষদ সচিব। সর্বশেষ জাতীয় মজুরি এবং উৎপাদনশীলতা কমিশন ২০১০-এ রাষ্ট্রায়ত্ত শিল্প শ্রমিকদের মজুরি প্রায় ৭০ শতাংশ বাড়িয়েছে সেই সময় সর্বোচ্চ মজুরী ৫ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার ১৫০ টাকা নির্ধারণ মজুরি কাঠামো ঠিক করা হয়েছে।
২০১৫ থেকে জুলাই থেকে সরকারি চাকুরীর তহবিল বৃদ্ধির পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি বাড়ানো সাবেক সচিব নজরুল ইসলাম খানকে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন -২০১৫ গঠন করা হয়। কমিশনের গত ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হবে।
কমিটি রিপোর্ট প্রতিবেদনের জন্য রাষ্ট্রায়ত্ত শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরী ৪ হাজার ৩০০ টাকা ও সর্বোচ্চ ১১ হাজার ৬০০ টাকা সুপারিশ করা হবে। পরে কমিশনের সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।
এই কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রায়ত্ত শ্রমিকদের মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।



