সাড়ে ৮ মাসেও হয়নি ৩৬তম বিসিএস উত্তীর্ণদের গেজেট

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৭ এএম, ০৩ জুলাই ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য ৪ মাস অতিক্রম করলেও ৩৬ তম বিসিএসে নিয়োগের জন্য সুপারিশকৃত জিএসজেড নেই। নিয়োগ প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা হতাশ প্রার্থীদের দ্রুত গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে নিয়োগের জন্য অপেক্ষাকৃত প্রার্থীরা বলছেন, পরীক্ষিত পরীক্ষার্থীদের নিয়োগের জন্য এত সময় সময় লাগবে। তারা বলছে, চাকরি পেয়ে খুশী হলেনাম কিন্তু নিয়োগ পেতে দেরি হওয়ায় আমরা এখন হতাশ

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ গত ঈদুল ফিতর আগে এই গেজেট প্রকাশের পরিকল্পনা ছিল জনশক্তি। এজন্য মন্ত্রণালয় পরিকল্পনা ছিল মে মাসের মধ্যে ৩৬ তম BCS সারাংশ তৈরি করা পরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অনুমোদন পরে গত 14 জুন গেজেট প্রকাশ এবং ১ জুলাই প্রার্থীদের চাকরির যোগদান ব্যবস্থা পরিকল্পনা করা হয়।

গত বছর ১৭ অক্টোবর ৩৬ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে প্রার্থী নিয়োগের জন্য গত 9 নভেম্বর পিএসসি সুপারিশ পাঠানো জনসন মন্ত্রণালয় এ। এতে দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডার নিয়োগের সুপারিশ করা হয়েছে। যথেষ্ট ক্যাডার পদ না থাকায় তিন হাজার ৩০৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশের জন্য নির্ধারিত তালিকা রাখা হয়েছে। ক্যাডারের নিয়োগের গেজেট না হলেও নন-ক্যাডারের পরীক্ষার পরীক্ষায় চাকরি যোগদান করেছেন ইতিমধ্যে সমাজসেব অফিসার পদে যারা নন-ক্যাডার নিয়োগের সুপারিশ করা হয়েছে, তারা গত ২১ মে কর্মস্থলে যোগদান করেছেন।

নিয়োগের সুপারিশপ্রাপ্তরা জানান, পিএসসি এখন দ্রুত সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও মন্ত্রণালয় দীর্ঘসূত্রতার কারণে প্রতিটি বিসিএস বিজ্ঞপ্তি থেকে নিয়োগ পর্যন্ত 3 থেকে চার বছর লেগে যাচ্ছে। যাচাই-বাছাই শেষ প্রতিবেদনটি দুই মাসের বেশি সময় লাগবে না অথচ সকাল ৮মাস এটা হচ্ছে না

সংশ্লিষ্টদের মতে, মূলত পুলিশ যাচাই রিপোর্ট এবং অন্যান্য প্রক্রিয়া সময় অপচয় হয়। ফলে ফলাফল প্রকাশের জন্য দীর্ঘ সময় চাকরি যোগ করতে পারেনি সুপারিশকৃত প্রার্থীরা।

৩৫ তম বিসিএসের আগে সরকারের দুই গোয়েন্দা সংস্থা পরিদর্শন প্রার্থী তথ্য অনুসন্ধান করা হয়েছে। একই প্রার্থী সম্পর্কে দুই গোয়েন্দা সংস্থার দুইটি তথ্য তথ্য প্রদান কারণ আগে আরও জটিলতার সৃষ্টি হবে। তাই ৩৫ তম বিসিএসে জনসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, একটি গোপন সংস্থা তথ্য যাচাই-নির্বাচন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের এছাড়াও পরিদর্শন তথ্য যাচাই করা হবে। তবুও এই জটিলতা কোন নিরসন না।

গেজেটে অপেক্ষাকৃত থাকা শত শত প্রার্থী গত কয়েক দিনে ইত্তেফাককে তাদের ক্ষোভ ও হতাশার কথা বলা হয়েছে। তারা বলেন, নন-ক্যাডার ফল অনেক পরে পরে তাদের অনেকে চাকরি যোগদান করেছেন। তারা অবিলম্বে গেজেট প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা।

পিএসসির চেয়ারম্যান ড। মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, তারা জনগণের পরিপ্রেক্ষিতে প্রফুল্ল প্রকাশের জন্য সুপারিশ পাঠিয়েছে। বিভিন্ন ধরনের যাচাই-বাছাই শেষ গেজেট প্রকাশের জনসন মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন :