জনগণ ঐক্যবদ্ধ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়ঃ ড. কামাল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫২ এএম, ০৩ জুলাই ২০১৮

জিএস অনলাইন ডেস্কঃ>>>

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন এর মতে, জনগণই এই দেশের মালিক। অথচ সংবিধান অনুযায়ী তাদের অধিকার তারা ভোগ করতে পারছে না ঠিকমত। এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে দেশের মালিকানা জনগণের কাছে ফিরে আসবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দেওয়া ‘ডক্টর অব ল’ ডিগ্রি পাওয়া উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সহসভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্‌ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সংগঠনের সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন প্রমুখ।

 

 

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ড. কামাল হোসেনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

গণতন্ত্র ও জাতির মুক্তির আন্দোলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. কামাল বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধসহ বাঙালির যেসব আন্দোলন সফল হয়েছে, তার সবই জনগণের ঐক্যের ফসল। তাই দল-মত নির্বিশেষে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 

অনুষ্ঠানে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ড. কামালের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। স্বাধীন দেশে পাকিস্তানের জেল থেকে বঙ্গবন্ধুর জীবিতাবস্থায় ফিরে আসার পেছনে ড. কামালের অবদান রয়েছে- মন্তব্য করে ডা. জাফরুল্লাহ্‌ চৌধুরী বলেন, ড. কামাল আমৃত্যু বঙ্গবন্ধুর পাশে থেকেছেন, সঠিক পরামর্শ দিয়েছেন। এ সময় গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন ভুল ছিল উল্লেখ করে দলটির সমালোচনাও করেন ডা. জাফরুল্লাহ্‌।

 

 

সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ বলেন, ড. কামালকে সবচেয়ে বেশি যোগ্যতম মনে করে বঙ্গবন্ধু তাকে বাংলাদেশের সংবিধান প্রণয়নের দায়িত্ব দিয়েছিলেন। সৈয়দ বদরুল আহসান বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি দিয়ে শুধু ড. কামালকে নয়; পুরো দেশকেই সম্মানিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :