বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী থাইল্যান্ড

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৯ এএম, ০৪ জুলাই ২০১৮

জি এস ডেস্ক:>>>

থাইল্যান্ডে মৎস্য ও নির্মাণ খাতে দক্ষ শ্রমিকের দুর্বলতা রয়েছে। তাই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ইচ্ছা আছে থাইল্যান্ডের বাণিজ্য, শিল্প ও শ্রম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জেনারেল সিংসক সিংপাই। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড। নমিতা হেল্ডারে এ আগ্রহ দেখান তিনি মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জহুরুল আলম এই তথ্য জানায়।

মঙ্গলবার (৩ জুলাই) সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সেদেশের পার্লামেন্ট বিল্ডিং-২-এ জেনারেল সুনসেক সিংপাইয়ের সঙ্গে ড। নমিতা হেল্ডারের সভা অনুষ্ঠিত এ সময় তিনি জানান, বর্তমানে মৎস্য ও নির্মাণ খাত ছাড়াও নার্সিং, আতিথেয়তা (হোটেল ওয়ার্কার), শিল্প, কৃষি, তৈরি পোশাক খাতে দক্ষ ও দক্ষ প্রশিক্ষণ কর্মী এবং দক্ষ কর্মী রয়েছে। বাংলাদেশ প্রায় প্রতিটি জেলায় টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার আছে, তিন থেকে ছয় মাসের মধ্যে তাদের ভাষা শিখয় থাইল্যান্ডে নিয়োগ করা সম্ভব।

এর আগে প্রবাসী বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থান সৃষ্টিকর্তার বিষয়ে থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয় ডেপুটি পার্লামেন্টের সেক্রেটারি ভীভাথানা থেংহংয়ের সঙ্গে বৈঠক করেন সচিব। থাইল্যান্ডের শ্রম বাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রাধিকার প্রদানের আহ্বান জানান তিনি।

ড। নমিতা হেল্ডার বলেন, ‘থাইল্যান্ডে আসিয়ানভুক্ত দেশে শ্রমিকরা পর পর বাংলাদেশ শ্রমিক নিয়োগ হতে পারে। বাংলাদেশ বর্তমানে মৎস্য ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ, পোশাক খাত, নির্মাণ খাত, নার্সিং, কৃষি, গৃহস্থালির কাজকর্মসহ বিভিন্ন খাতে দক্ষ ও ক্ষুদ্র দক্ষ কর্মী নিয়োগে সক্ষম। ‘

বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও ছিলেন ব্যাংকের অবস্থান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সাদি মুনা তাসনিম ও প্রথম সচিব (শ্রম) একেএম মনিরুজ্জামান

আপনার মতামত লিখুন :