প্রতি মিনিট হতে পারে সর্বনিম্ন ৪৫ পয়সা

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১০ এএম, ০৫ জুলাই ২০১৮

জি এস ডেস্ক:>>>

দেশ মোবাইল ফোন নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) বা নম্বর এক পাশে অপারেটর বদল সার্ভিস চালু আগে অভিন্ন কল রেট নির্ধারণ করা হবে। ভয়েস কল ক্ষেত্রে অন নেট (একই নেটওয়ার্ক) এবং অফ নেট (এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক) পার্থক্য তুলে ধরে সমস্ত অপারেটর জন্য নির্ধারণ করা হবে অভিন্ন কল রেট। এ ক্ষেত্রে প্রতি মিনিট সর্বনিম্ন ৪৫ পয়সা হতে পারে।

টেলিকমিউনিকেশন কন্ট্রোলার সংস্থা বিটিআরসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল বুধবার কালের কণ্ঠে জানায়, এই বিষয়ে প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি।

তবে মোবাইল ফোনের অপারেটরদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাদের সবার মিনিটে প্রতিবছর গড় কল চার্জ বিশ্লেষণ করে বিটিআরসি একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। এতে প্রতি মিনিট সর্বনিম্ন ৪৫ পয়সা এবং সর্বোচ্চ এক টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে অপারেটর এবং গ্রাহক কোন পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না

বর্তমানে বিটিআরসি নির্ধারিত সর্বনিম্ন চার্জ অন নেট প্রতি মিনিটে ২৫ পয়সা, অফ নেট ৬০ পয়সা। সর্বোচ্চ প্রতি মিনিট দুই টাকা অর্থাৎ অপারেটররা ২৫ পয়সা থেকে দুই টাকার মধ্যে কল চার্জ নির্ধারণ করে। এবং গ্রাহকদের অপারেটারভড অননেটে প্রতি মিনিট ৩০ পয়সা থেকে ৩৯ পয়সা ও অফনেট ৯১ পয়সা থেকে এক টাকা ৪০ পয়সা কল করার সুবিধা হচ্ছে। এই পার্থক্য সামনে হ’ল

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার গতকাল কালের কণ্ঠে বলেন, ‘বিষয় এখনো চূড়ান্ত হওয়ার সময় অপেক্ষাকৃত রয়েছে। তবে এমএনপি সার্ভিস চালু হওয়ার আগে এটি চূড়ান্ত করা হবে। ‘

সম্প্রতি মোবাইল ফোন অপারেটর রবি মহাপরিচালক (পলিসি, রেগুলেটরি স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ দিদারুল আলম কালের কণ্ঠে বলেন, ‘সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা এবং গ্রাহককে ভোগান্তি নিরসন করা যায় না, আমরা এমএনপি সেবা চালু করতে পারব না এবং নেট ভয়েস কলের ক্ষেত্রে একক সর্বনিম্ন মূল্য নির্ধারণকারী সরকার অনুরোধ করছি। ‘তিনি মনে করেন, বর্তমানে অন নেট এবং অফ নেট ব্যবস্থা ফল প্রতিযোগিতায় বিরূপ প্রভাব ফেলছে, পিছিয়ে পড়ছে অন্য অপারেটররা।

অন্যদিকে গ্রামীণফোনের বক্তব্য, ‘অন নেট ও অফ নেট কল চার্জের মধ্যে যে বিচ্যুতি রয়েছে তা কমিয়ে আনা সম্ভব। কিন্তু বিরতিটি একেবারে একেবারে নীল হিট বিপরীত হতে পারে। মোবাইল অপারেটর বিভিন্ন ধরনের গ্রাহক আছে তাদের জন্য বিভিন্ন প্যাকেজ সুবিধা রয়েছে। অন ​​নেট এবং অফ নেট আলাদা রেট না থাকলে তাদের আছে এ ক্ষেত্রে গ্রামীণফোন অফার, অন নেট কল সর্বনিম্ন ৩০ পয়সা এবং অফ নেট কল চার্জ সর্বোচ্চ ৫০ পয়সা হ’ল।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা মোবাইল ফোন ইন্ডাস্ট্রি এবং গ্রাহক সুবিধা বিবেচনা করে এ প্রস্তাবটি রাখছি।’

এমএনপি প্রস্তুতি যে পর্যায়ে: গত নভেম্বরে এমএনপি সেবা প্রদানের লাইসেন্স বাংলাদেশ ও স্লোভেনিয়া যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটক। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন গতকাল কালের কণ্ঠে বলেন, ‘আমরা সেবা প্রদানের জন্য প্রস্তুত। দুই মাস আগে আমাদের প্ল্যাটফর্মটি প্রস্তুত হয়ে গেছে। ৭/৮ জুলাই এর পরে আমরা ইউজার একসেপস টেস্ট করতে যাচ্ছি। ১৫ থেকে ২০ জুলাই মধ্যে সব ধরনের পরীক্ষা সম্পন্ন হবে। আশা করছি ৩১ জুলাই এই সেবাটি শুরু করা হবে। ‘

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরদের এমএনপি সেবারের জন্য ডাটা বেইস (এমএনপি ডিবিং) স্থাপন করা অসম্মতি জানানোর পর এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে তাদের অসন্তুষ্টি কাজ করছে। আজ বৃহস্পতিবার অপারেটরদের সংগঠন অ্যামটব সংবাদ সম্মেলন এ বিষয়ে তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা হচ্ছে। একজন কর্মকর্তা বলেন, ‘আইজিডব্লিউ অপারেটররা এমএনপি ডেটা বেইস স্থাপন না হলে দেশে আসার জন্য আন্তর্জাতিক কল চিহ্নিত করা সম্ভব হবে না এবং এ খাতে সরকারি রাজস্ব প্রাপ্তি পথ বন্ধ হবে।’

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী বলেন, আইজিডব্লিউগুলির অক্ষমতার কারণেই তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :