কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রজোটের ৫ দফা দাবি

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩১ পিএম, ০৭ জুলাই ২০১৮

রাজশাহী প্রতিনিধিঃ>>>

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রগতিশীল ছাত্রজোট।

 

৭ জুলাই, শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমচত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

 

দাবিগুলো হলো-

১। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের দাবিকে মানবিক বিবেচনায় দেখা,

২। বিশেষজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে কোটা সংস্কার বিষয়ক কমিশন গঠন করে সকল পেশার মানুষের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুত,

৩। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারী সন্ত্রাসীদের বিচার,

৪। গ্রেফতারকৃতদের আইনি সহায়তা প্রদান

৫। এবং ছাত্রলীগের হামলায় আহতদের চিকিৎসা নিশ্চিত করা।

 

সংবাদ সম্মেলনে জোটের পক্ষে সমন্বয়ক সুমন মোড়ল লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি এই ৫ দাবি জানান।

সেখানে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ এম শাকিল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান তারেক, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির হোসেন, সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, ছাত্র ইউনিয়নের সদস্য শাকিলা খাতুন সহ প্রমুখ।

আপনার মতামত লিখুন :