ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে হিজড়ারা

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৫ পিএম, ১০ জুলাই ২০১৮

জিএস ডেস্ক:>>>

ভোটার তালিকা নতুন করে হালনাগাদ সময় হিজড়া তৃতীয় লিঙ্গ হিসাবে নিবন্ধিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ।

আগারগাঁওয়ে নির্বাচনের ভবনে কমিশনের সভা শেষের পর মঙ্গলবার (১০ জুলাই) সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বের জন্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নতুন ভোটার তালিকা হালনাগাদ করা হলে হিজড়া তৃতীয় লিঙ্গ হিসাবে নিবন্ধিত হবে।’

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বিদ্যমান তালিকায় হিজড়ারা যে লিঙ্গ পরিচয় দিয়ে ভোটার তাদের তাদের একইভাবেই থাকতে হবে। এক্ষেত্রে কমিশন নিজেই কিছু করতে পারবে না তবে কেউ যদি আবেদন করে তৃতীয় লিঙ্গ হিসাবে তথ্য সংশোধন করতে চান, এটি করা হবে।

এদিকে নির্বাচনী কাজে ব্যস্ততার কারণে ইসি এ বছরের বাড়িটি ভর্তি তালিকা হালনাগাদ করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে এবং বাড়িতে বাড়িতে ভোটার তালিকা আপডেট করা হবে না। তবে কেউ তার কাছে ভোটার হতে চান তাকে ভোটার করা হবে এটি একটি চলমান প্রক্রিয়া।

আপনার মতামত লিখুন :