খালেদা জিয়া খুবই অসুস্থ
স্টাফ রিপোর্টার:>>>
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাত করেছেন তার দুই আইনজীবী গতকাল শনিবার বিকাল ৪ টায় বেগম খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোঃ আলী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া কারাগারে প্রবেশ করেন।
তারা দুজন পৌনে ৫ টার দিকে বেরিয়ে এসে হাজির। কারাগার থেকে বেরিয়ে সানাউল্লাহ মিয়া বলেন, আমরা সাক্ষাৎ হয়ে বেরিয়ে এসে এসেছি। পরিবারের সদস্যদের কাছে ৫ টা প্রবেশ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে সানাউল্লাহ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ।
তার জ্বর এবং শরীরে ব্যাথা তিনি নিচে নামতে পারবেন না। আমরা মামলা সংক্রান্ত কিছু বিষয়ে কথা বলা হয়। : খালেদা জিয়ার সঙ্গে কারাগারে আত্মীয়ের সাক্ষাৎ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতকালে জেল হাজতে তার স্বজনরা গতকাল শনিবার বিকালে পৌনে ৫ টার দিকে তারা কারাগারে সাক্ষাত করেছেন। এর আগে শনিবার বিকাল ৪ টায় বেগম খালেদা জিয়ার আইনজীবী ড।
আইনজীবীরা বেরিয়ে আসার পরে বেগম খালেদা জিয়ার পরিবার পাঁচ সদস্যের জেলখানায় প্রবেশ করেছে। তারা হলেন বেগম উটখেলা জিয়ার বোন সেলিম ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাগ্নী সায়মা ইসলাম, ভাগ্নে ডা।
মামুন ও মাসুদ : উল্লেখ্য, গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেদিন থেকে পুরান ঢাকায় নাজিম রোডের অবরুদ্ধ কারাগারে বন্দী রাখা হয় তাকে তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া জামিন পেলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেফতার দেখিয়ে আটক রাখা হয়েছে।



