শতাব্দীর দীর্ঘতম ‘ব্লাড মুন’ প্রত্যক্ষ করেছেন বিশ্বের কোটি কোটি মানুষ
স্টাফ রিপোর্টার:>>>
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি ‘ব্ল্যাড মুন’ প্রত্যক্ষ করেছেন বিশ্বের কোটি কোটি মানুষ গতকাল শুক্রবার রাতে চার্চপ্রদ এই মহাজাগতিক ঘটনা দেখা যায়।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদ মাঝখানে একই সরলরেখা অবস্থান স্থল পৃথিবী। সে সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে ফলে পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। এ কারণে এই চাঁদকে ‘ব্ল্যাড মুন’ নামে অভিহিত করা হয়।
এই চন্দ্রগ্রহণের সময় কক্ষপথ পৃথিবী থেকে চাঁদ দূরত্ব সবচেয়ে বেশি আছে এর ফলে, পৃথিবীর ছায়াও দীর্ঘস্থায়ী জুড়ে বিদ্যমান রয়েছে। গ্রহণ চলাকালে চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মত মনে হয়। কারণ, সূর্যের কিছু আলো পৃথিবীর আকাশমণ্ডল মধ্য দিয়ে বিচিত্র এবং চাঁদের উপর পড়ে।
আফ্রিকার দক্ষিণে, অস্ট্রেলিয়া এবং মাদাগাস্কারের বাসিন্দাদের মধ্যে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবচেয়ে ভাল দেখার সুযোগ পাওয়া যায়। এই চন্দ্রগ্রহণ ইউরোপ, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশ থেকে দেখা যায়।



