এরার মালিক গ্রেপ্তার চালক রিমান্ডে

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৪ এএম, ০২ আগস্ট ২০১৮

জিএস ডেস্ক:>>>

 

কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাস উঠিয়ে দিয়ে দুই শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের মধ্যেই এবার জাবালে নূর পরিবহনের এক বাস মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল এ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চালক মাসুম বিল্লাহকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আর মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। পাশাপাশি ঘটনার জন্য দায়ী জাবালে নূর পরিবহনের দুই বাসের নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ।

 

গত রবিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুটি গাড়ি ও অন্য একটি গাড়ির রেষারেষিতে একটি বাস দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র-ছাত্রী নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরো ১০-১৫ জন। দুর্ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে ‘নিরাপদ সড়কের দাবিতে’ আন্দোলন করে আসছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে গতকাল চতুর্থ দিনেও রাজধানী ঢাকা অচল হয়ে পড়ে। গতকাল আন্দোলন ছড়িয়ে পড়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।

 

মামলা স্থানান্তর ও চালকের রিমান্ড:

মামলার নথি থেকে জানা গেছে, ক্যান্টনমেন্ট থানা থেকে মামলাটির তদন্তের দায়িত্ব গতকালই মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী শরিফুল ইসলামকে দেওয়া হয়। তিনি বাসচালক মাসুম বিল্লাহকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এইচ এম তোয়াহার আদালতে শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জিএস নিউজ কে জানান,

এটি শুধু দুর্ঘটনা নাকি হত্যা-তা নিরূপণের জন্য আসামি বিল্লালকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত সাত দিনই মঞ্জুর করেছেন। তিনি আরো জানান, চালক মাসুম বিল্লাহ ঘটনার মূল হোতা। তার গাড়িতে চাপা দিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। আরো অনেকে আহত হয়।

জাবালে নূরের পরিবহন বাসটি চাপা দিয়ে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীবকে হত্যা করে। ওই দিন রাতেই মীমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

এর আগে ঘটনার সময় প্রতিযোগিতায় লিপ্ত থাকা জাবালে নূরের দুই বাসের দুই চালক ও দুই হেলপারকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করা হয়। আগামী ৬ আগস্ট তাদের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

বাস মালিক গ্রেপ্তার:

 

বাসটির মালিক শাহাদাত হোসেনকে গতকাল গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর সদস্যরা

 

জাবালে নূরের যে বাসটি (ঢাকা মেট্রো ব ১১-৯২৯৭। চালক মাসুম বিল্লাহ সেদিন চালিয়েছিল, সেই বাসটির মালিক শাহাদাত হোসেনকে গতকাল গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, যে বাসটির চাপায় শিক্ষার্থীরা নিহত ও আহত হয়েছে, সে বাসটির মালিককে শনাক্ত করা হয়। তাঁকে গতকাল রাজধানী থেকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র্যাব সূত্র জানায়, আইন অনুযায়ী লাইসেন্সসহ শর্ত পূরণ করার কথা থাকলেও মালিক শাহাদাত চালক মাসুম বিল্লাহকে উপযুক্ত লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতে দেন। মাসুমের কেবল ছোট যানবাহন চালানোর লাইসেন্স আছে। এ ছাড়া নিয়োগ শর্তও পালন করা হয়নি। একই সঙ্গে গাড়িটির রুট পারমিটের ফিও হালনাগাদ ছিল না।

ঘাতক দুই বাসের নিবন্ধন বাতিল:
ওই দুই শিক্ষার্থী হত্যায় জড়িত জাবালে নূর পরিবহনের দুটি বাসের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। নিবন্ধন বাতিল হওয়া দুটি বাসের একটি ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭। এই বাসের নিবন্ধন নেওয়া হয়েছিল নিটল মোটরস লিমিটেডের নামে। নিটল মোটরসের নামে নিবন্ধন করা বাসটি কিস্তিতে কিনেছিল জাবালে নূর পরিবহন লিমিটেড।

নিবন্ধন বাতিল করা হয়েছে জাবালে নূর পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-৭৬৫৭ নিবন্ধন নম্বরের বাসটিরও। এই বাসটিও ওই কম্পানি কিস্তিতে কিনেছে। গতকাল সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালান বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বিআরটিএর চেয়ারম্যান মো। মশিয়ার রহমান সাংবাদিকদের জানান, জাবালে নূর পরিবহনের দুটি বাসের নিবন্ধন বাতিল করা হয়েছে। তাদের ফিটনেস ও রুট পারমিটও বাতিল করা হয়েছে

আপনার মতামত লিখুন :