ঢাকায় ফিরতেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার:>>>
ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি শেষ হলে বাড়ি ফেরা মানুষ ক্যাপ্টেন ফিরতে শুরু করেছে ঈদ দুই দিন পর থেকে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও আজ রাবেবরে বাস টার্মিনাল এবং স্টেশন এ রয়েছে রাজধানী প্রবাসীরা নদী তীরে। প্রধান সড়কপটে গাড়ি চাপ সেখানে অধিক যানজট না তবে সিগন্যালগুলোতে গাড়ির দীর্ঘ রবি দেখেছি। তবে ঢাকায় ফিরতে তিন রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করা হয় যাত্রীরা।
রাজধানী কমলাপুরে রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকায় ফেরা লোকের চলার পথের মুখর রেলওয়ের প্রধান এ স্টেশনটি। পরিবার-পরিজন সহ মানুষ জীবিকা তাগিদ ফিরে আসছে ঢাকায়
পাশাপাশি লঞ্চঘাটেও রাজধানী ফেরার যাত্রীদের ভিড় বাড়ছে তবে গাড়ি তুলনা ফেরি কম থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কওরাকান্দি ফেরি পার হ’ল লেগেছে ঘন্টার পর ঘণ্টা
ঢাকায় ফেরত আসা যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ঈদের আগে রাস্তা-মহাসড়কগুলি যে তীব্র যানজট আছে তা আর নেই। যাত্রী চাপও তুলনামূলক কম কিন্তু যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় হচ্ছে লঞ্চ ও বাস মালিকদের
এদিকে, লঞ্চের টিকিট কাউন্টারে কেবিনের জন্য একাধিক ব্যক্তি জানায়, ২৫-২৬ আগস্ট থেকে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের কেবিনেট টিকিট জন্য ঈদের আগে বিভিন্ন কাউন্টারে ঘুরে তাদের তারা। ঈদ পরেও বিভিন্ন কাউন্টারে টিকেট পেতে পাননি ফলে ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যের ফিরতে হবে
লঞ্চের যাত্রীদের অভিযোগ, ডেক চাদর বিচিয়ে জায়গা ধরে রাখা লাঞ্চের কর্মচারীরা২০০ থেকে ৩০০ টাকায় সেই স্থান যাত্রীদের কাছে বিক্রি করা হচ্ছে। একইসঙ্গে কর্মচারীদের ক্যাবিন যাত্রীদের কাছে ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানী মোহাখলী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুর দেখেছেন, ঈদের ছুটির কাটাতে ঢাকায় ফেরার সংখ্যা অসংখ্য মানুষ। তাদের পদচারণে মুখর টার্মিনালজ রাজধানী প্রধান সড়কপথ এখনও মানুষ এবং যানবাহন চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানপাট বন্ধ।