বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

যারা গ্রেফতার হচ্ছেন, তাদের বিরুদ্ধে সব অভিযোগ ও প্রমাণ সরকারের কাছে আছে বলে জানা গেছে আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন, তারা যদি চ্যালেঞ্জ করে আমরা পরিষ্কার বলতে হবে, কি অভিযোগ তাদের ধরা হয়েছে তাদের অপরাধ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্র যুব অক্যায়ণ পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রিব্যাটারী জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা হচ্ছে না যারা গ্রেফতার হচ্ছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণ রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে চাঁদাবাজি অভিযোগে গ্রেফতারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তের আগে মন্তব্য করা সম্ভব নয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ধর্ম যা-যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলিত হবে এবং ধর্ম পালন করা হবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার প্রতিশ্রুত।

আপনার মতামত লিখুন :